হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাইকিং করেও ভোট পড়ল ১১ শতাংশ, বেসরকারিভাবে নির্বাচিত নৌকার বাচ্চু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শামসল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। 

ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেসিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। 

এ সময় বোয়ালখালী আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

এর আগে আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনের ১৫৬ কেন্দ্রের সবগুলোতেই ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি ও র‍্যাব। 

১১ দশমিক ৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। ভোটকক্ষ ১ হাজার ২৫১টি। মোট প্রার্থী ছয়জন। 

এ ছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালি আঁশ) পান ১ হাজার ২৩০, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের রশীদ মিয়া (ছড়ি) পান ৫৭৯, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পান ৪৮০ ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) পান ৩৬৯। 

আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানায়।

উল্লেখ্য, গত ২ জুন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ৮ জুন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির