শাহরাস্তি উপজেলার উয়ারুক পূর্ব বাজার কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় মিলাদ মাহফিলের মাধ্যমে হাসপাতালটির যাত্রা শুরু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোগ নির্ণয়ের জন্য নতুন ও অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ২৪ ঘণ্টা সেবার প্রতিশ্রুতি ও ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক দ্বারা হাসপাতালটি পরিচালনা করা হবে। উদ্বোধন উপলক্ষে ১১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সকল পরীক্ষা নিরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারদের ভিজিটে ৫০ ভাগ মূল্য ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. কামরুজ্জামান সেন্টু, ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর রায়হান, উপ-ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন, মহা-ব্যবস্থাপক ডা. সফিকুল ইসলাম, পরিচালক ফখরুল ইসলাম বাচ্চু ও জানে আলমসহ প্রমুখ।