হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধ, লোকালয়ে ঢুকছে লোনাপানি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৮ ইউনিয়নের উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। এতে লোকালয়ে লোনাপানি প্রবেশ করছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রায় কোটি টাকার মৎস্যঘের তলিয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে উপজেলার ছনুয়া, গণ্ডামারা, শিলকৃপ, সরল, বাহারছাড়া, খানখানাবাদ, সাধানপুর ও পুকুরিয়ার বেড়িবাঁধ ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। জোয়ারের পানি প্রবেশ করায় উপকূলীয় এলাকার বেশ কয়েকটি মৎস্যঘের তলিয়ে গেছে। এতে প্রায় ২০ কোটি টাকার মাছ ভেসে গেছে বলে দাবি করেছেন মৎস্যঘেরের মালিকেরা। 

ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ছনুয়া উপকূলীয় বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে কৃষিজমির ফসল ও মৎস্যঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বাঁশখালী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মাওলানা বশির আহমেদ জানান, ঘূর্ণিঝড়ের আঘাতে গণ্ডামারা সমিতি, ঘোনাসহ বাঁশখালীর বেশ কয়েকটি মৎস্যঘেরের মাছ ভেসে গেছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, উপকূলের মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের সরিয়ে নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল রাতে আশ্রয়কেন্দ্র আসা মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমা বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছনুয়া, গণ্ডামারা, খানখানাবাদ, সাধানপুর এলাকা। ওই সব এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান