হোম > সারা দেশ > চট্টগ্রাম

উল্টো পথে মোটরসাইকেল, ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টো পথে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের (তেলের ভাউচার) সংঘর্ষে ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকার আব্দুল মালেকের ছেলে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুল আহাদ আরিফ (২০) এবং একই এলাকার বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে মো. জুয়েল (২৩)।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, রাতে আরিফ ও তাঁর বন্ধু জুয়েল ভাটিয়ারী থেকে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। তাঁরা মোটরসাইকেল নিয়ে মহাসড়কের ঢাকামুখী রোডে উল্টো পথে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় আরিফ ও জুয়েল ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন। তিনি জানান, মোটরসাইকেলটি উল্টো পথে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুজন নিহত হন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লী–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা