হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু, আহত ২ 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভিমরুলের কামড়ে ফজল কাদের (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সরফভাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদেক চৌধুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফজল কাদেরকে উদ্ধার করতে গিয়ে তাঁর ছেলে মো. শফিউলসহ আরও দুজন আহত হয়েছেন।

নিহত ফজল কাদের একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, কৃষক ফজল কাদের তাঁর জমিতে কাজ করে ফেরার পথে খেজুরগাছের ডাল ভাঙতে যান। এ সময় হঠাৎ চারদিক থেকে ভিমরুলের ঝাঁক তাঁকে আক্রমণ করে। ভিমরুলের কামড়ে গুরুতর আহত হন তিনি। ফজল কাদেরকে উদ্ধার করতে গিয়ে তাঁর ছেলে শফিউলসহ আরও দুজন আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য দিদার হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফজল কাদের তাঁর কৃষিজমি থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভিমরুলের আক্রমণের শিকার হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যায়। পরে তিনি পানি পান করে গোসল করতে যান। এতে যন্ত্রণা বেড়ে যায়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে সরফভাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ৯ নম্বর ওয়ার্ডের ফজল কাদের নামে একজন ভিমরুলের কামড়ে মারা গেছেন বলে শুনেছি। একই সঙ্গে আরও দুজন আহত হয়েছেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান বলেন, ‘ভিমরুলের কামড়ে ফজল কাদের (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।’

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা