হোম > সারা দেশ > চট্টগ্রাম

বকাঝকার প্রতিশোধ নিতে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বায়েজিদে বকাঝকার প্রতিশোধ নিতে প্রতিবেশী পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার নগরীর বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকায় ওই শিশু ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত যুবক মো. কাউসারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুটি চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। 

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা করেছে। 

মামলার এজাহার অনুযায়ী, শান্তিনগর এলাকার একটি কলোনিতে ভাড়া থাকেন ভুক্তভোগী শিশুর বাবা-মা। গতকাল বুধবার বিকেলে কর্মস্থল থেকে ফেরার পর তাঁরা শিশুটির শরীর থেকে রক্ত পড়তে দেখেন। পরে মেয়েটির ইশারায় অভিযুক্ত যুবকের ব্যাপারে নিশ্চিত হয়। পরে শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তির পর স্থানীয়দের সহায়তায় কাউসারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। 

ভুক্তভোগী শিশুর মা জানান,  দশদিন আগে একই কলোনির ভাড়াটিয়া মো. মাসুমের ছেলে কাউসার বন্ধুদের সঙ্গে নিয়ে আগুন পোহায়। এ সময় পুড়ে যাওয়া পলিথিনের একটি অংশ ভুক্তভোগী শিশুটির পায়ে পড়ে। এ ঘটনায় শিশুটির মা বকাঝকা করেছিলেন কাউসারকে। এতে ক্ষিপ্ত হয়ে কাউসার এই ঘটনা ঘটিয়েছে।

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি