হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও হত্যাকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

আজ বুধবার দুপুরে রাজু ভাস্কর্যে মানববন্ধন শেষে চীন দূতাবাসে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, 'বাঁশখালীতে এস আলম গ্রুপ ও চীনের দুটি প্রতিষ্ঠান সেপকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন ও এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপ কোম্পানির উদ্যোগে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে যৌক্তিক আন্দোলন করতে যেয়ে পুলিশের গুলিতে শ্রমিকরা নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। আজ পর্যন্ত সে ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ এবং হত্যার বিচারের কোন উদ্যোগ নেওয়া হয়নি।'

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না করে বরং শ্রমিকদেরই মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, চীনের উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং চট্টগ্রামে চীনা কোম্পানির শ্রমিক হত্যা একইসূত্রে গাঁথা। বিশ্বের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

চীন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে আজও মেনে নিতে পারেনি বলে বাংলাদেশে চীনের আগ্রাসন বন্ধের দাবি জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে গিয়ে সমাবেশ শেষ করে সংগঠনটি। শাহবাগ থেকে একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে চীন দূতাবাসে যান। স্মারকলিপিতে উইঘুর সম্প্রদায়ের মুসলমান জনগোষ্ঠীকে তাঁদের ঐতিহ্য ও রীতিনীতি পালন করতে দেয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে ভাষ্কর রাশাসহ মুক্তিযুদ্ধ মঞ্চের বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা