হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ব্যাটারিচালিত কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণে মঈন উদ্দিন (১৬) নামের ব্যাটারিচালিত কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্বৃত্তরা কিশোরের অটোরিকশার ব্যাটারি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করেছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই কিশোরের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তবে অটোরিকশার ব্যাটারি পাওয়া যায়নি। সুরতহালের সময় কিশোরের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

হত্যার শিকার মঈন উদ্দিন উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজীর ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে নিহত মঈন উদ্দিন বড়। সে অটোরিকশা চালিয়ে সংসারের ব্যয়সহ ভাই-বোনের লেখাপড়ার খরচ জোগাত।

স্থানীয়রা জানায়, খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালেরপাড় কিশোরের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় তার পরনে ছিল জিনসের প্যান্ট ও গেঞ্জি।

মঈন উদ্দিনের বাবা নাছির উদ্দীন বলেন, গতকাল শুক্রবার বিকেলে মোবাইলে ফোন পেয়ে তাঁর ছেলে ঘর থেকে বেরিয়ে যান। সন্ধ্যায় বাড়ি না ফেরায় এলাকায় খোঁজাখুঁজি করা হয়। রাতে মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। আজ সকালে ধনারপাড় এলাকায় গেলে শুনতে পান বেলতী গ্রামে একটি লাশ পাওয়া গেছে। গিয়ে দেখেন তাঁর ছেলের নিথর দেহ পড়ে আছে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়