হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

আজ বুধবার দুপুরে কলেজের বাংলা বিভাগের সামনে প্রথমে হাতাহাতি হয় এবং পরে তা সংর্ঘষে রূপ নেয়। 

কলেজ ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বাংলা বিভাগে অনার্সে ভর্তিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।

আহতরা হলেন- মঈনুল ইসলাম, ওয়াহিদুল রহমান সুজন, আমিন ফয়সাল বিদ্যুৎ, তৌহিদুল করিম ইমন ও মো. জাহিদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে এতথ্য জানা গেছে। আহতরা সবাই ছাত্রলীগের কর্মী। 

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘সংঘর্ষের ঘটনা ঘটেনি। সিনিয়র জুনিয়রদের মধ্যে টুকটাক সমস্যা হয়েছে। আমি ও আমার সেক্রেটারি গিয়ে মিটমাট করে দিয়েছি।’

চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সারওয়ার আজম বলেন, ‘সভাপতি মাহমুদুল করিমের গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এতে দুয়েকজন আহত হয়েছেন।’ 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘কলেজে সামান্য ঝামেলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের