চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
আজ বুধবার দুপুরে কলেজের বাংলা বিভাগের সামনে প্রথমে হাতাহাতি হয় এবং পরে তা সংর্ঘষে রূপ নেয়।
কলেজ ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বাংলা বিভাগে অনার্সে ভর্তিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।
আহতরা হলেন- মঈনুল ইসলাম, ওয়াহিদুল রহমান সুজন, আমিন ফয়সাল বিদ্যুৎ, তৌহিদুল করিম ইমন ও মো. জাহিদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে এতথ্য জানা গেছে। আহতরা সবাই ছাত্রলীগের কর্মী।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘সংঘর্ষের ঘটনা ঘটেনি। সিনিয়র জুনিয়রদের মধ্যে টুকটাক সমস্যা হয়েছে। আমি ও আমার সেক্রেটারি গিয়ে মিটমাট করে দিয়েছি।’
চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সারওয়ার আজম বলেন, ‘সভাপতি মাহমুদুল করিমের গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এতে দুয়েকজন আহত হয়েছেন।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘কলেজে সামান্য ঝামেলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’