ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় আট ঘণ্টা পর বুধবার (২০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে লাইনচ্যুত ট্রেনটির উদ্ধারকাজ সম্পন্ন হয়। ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, ঢাকা অভিমুখী ৬০১ নং কন্টেইনার বেলা ১১টা ১৫ মিনিটে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি ছোটহরণ এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। এ অবস্থায় শুধু ডাউন লাইনে উভয় পথের ট্রেন চলাচল করে। এতে ট্রেনগুলোর কিছুটা বিলম্ব ঘটে। উদ্ধার কাজ শেষে আপ লাইনেও ট্রেন স্বাভাবিক রয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ছোটহরণ এলাকায় ঢাকা অভিমুখী কন্টেইনার ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায়।