হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে গণপিটুনি, থানায় মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

কবির হোসেন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে জাম দেওয়ার প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ৫ বছর বয়সের এক শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে প্রধান শিক্ষক কবির হোসেনকে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক কবির হোসেনকে পিটুনি দিয়ে পুলিশে তুলে দেন স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে আটক করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় আটক শিক্ষক কবির হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। বিষয়টির তদন্ত চলছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল