হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই হ্রদে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই হ্রদ বিদ্যুৎকেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।

আজ সোমবার সকালে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে মোট ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে ১, ২ ও ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। ৩ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।

তিনি জানান, দীর্ঘদিন পানি স্বল্পতার কারণে মাত্র একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন চালানো হচ্ছিল। তবে পানি বাড়তে থাকায় গত শনিবার (৩১ মে) ২টি ইউনিট এবং রোববার (১ জুন) ৪টি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি আরও বাড়লে বাকি একটি ইউনিটও চালু করা সম্ভব হবে।

এদিকে, সোমবার সকাল ৯টায় কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, হ্রদে পানির উচ্চতা ছিল ৮৬ দশমিক ৬৭ ফুট মীন সি লেভেল (MSL)। রুলকার্ভ অনুযায়ী এ সময়ে পানি থাকার কথা ৭৬ দশমিক ২৬ ফুট। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল। টানা বৃষ্টির কারণে পানি দ্রুতগতিতে বাড়ছে বলে জানিয়েছেন কর্তব্যরত প্রকৌশলীরা।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫