হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই হ্রদে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই হ্রদ বিদ্যুৎকেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।

আজ সোমবার সকালে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে মোট ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে ১, ২ ও ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। ৩ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।

তিনি জানান, দীর্ঘদিন পানি স্বল্পতার কারণে মাত্র একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন চালানো হচ্ছিল। তবে পানি বাড়তে থাকায় গত শনিবার (৩১ মে) ২টি ইউনিট এবং রোববার (১ জুন) ৪টি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি আরও বাড়লে বাকি একটি ইউনিটও চালু করা সম্ভব হবে।

এদিকে, সোমবার সকাল ৯টায় কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, হ্রদে পানির উচ্চতা ছিল ৮৬ দশমিক ৬৭ ফুট মীন সি লেভেল (MSL)। রুলকার্ভ অনুযায়ী এ সময়ে পানি থাকার কথা ৭৬ দশমিক ২৬ ফুট। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল। টানা বৃষ্টির কারণে পানি দ্রুতগতিতে বাড়ছে বলে জানিয়েছেন কর্তব্যরত প্রকৌশলীরা।

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক