হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে বাস চাপায় প্রাণ গেল শিশুর 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বাস চাপায় ইসরাত জাহান রিমা (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পুরোনো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার জামাল উদ্দিনের মেয়ে। সে হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

হাজ্বীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হাসান সোহাগ জানান, স্কুল ছুটির পর ইসরাত সড়ক পারাপারের সময় মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাস চাপায় আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

প্রধান শিক্ষক মাইনুল হাসান সোহাগ বলেন, গত বছরও একই জায়গায় মাছবাহী একটি পিকআপভ্যানের চাপায় আমাদের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়া ধর বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। 

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল হাসান বলেন, আজ আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ