হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ার লোকালয়ে বন্য হাতির তাণ্ডব, নিহত ১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দলছুট এক বন্য হাতিকে বনে ফেরাতে গিয়ে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪০) নামের এক ফরেস্ট ভিলেজার নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত থেকে ওই বন্য হাতি উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ও কৈয়ারবিল ইউনিয়নের এলাকায় এই তাণ্ডব চালায়। 

নিহত মোহাম্মদ আলী ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে ফরেস্ট ভিলেজার ছিলেন। দলছুট বন্য হাতিকে বনে ফেরাতে বঙ্গবন্ধু সাফারি পার্ক, ফাঁসিয়াখালী রেঞ্জ ও বনবিটের কর্মকর্তা-কর্মচারী এবং চকরিয়া থানা-পুলিশের পৃথক টিম কাজ করছেন। 

বন বিভাগ ও স্থানীয় লোকজন জানায়, ভোররাত ৫টার দিকে একটি দলছুট বন্য হাতি বিএমচরের পাহাড়িয়াপাড়ার সবজি খেতে অবস্থান করছিল। কৃষকেরা সকালে খেতে গেলে হাতিকে দেখতে পায়। এ সময় স্থানীয় উৎসুক লোকজন হাতি দেখতে ভিড় করে। পরে সাফারি পার্ক, ফাঁসিয়াখালী রেঞ্জ ও বনবিটের কর্মকর্তা-কর্মচারী এবং থানা-পুলিশের সদস্যরা সেখানে যান। 

এ সময় হাতিকে বনে ফেরাতে ভিলেজার মোহাম্মদ আলী কৌশল অবলম্বন করে খড়ে আগুন লাগিয়ে ওই বন্য হাতির দিকে ছুড়ে মারে। এ সময় হাতিটি মোহাম্মদ আলীর দিকে তেড়ে এসে তাঁকে পায়ে পিষ্ট করে গুরুতর আহত করে। বন বিভাগ ও পুলিশ মোহাম্মদ আলীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

ভেওলা-মানিকচরের বাসিন্দা ইমতিয়াজ আহমদ রাজীব বলেন, ‘ভোরে দলছুট বন্য হাতিটি এলাকায় এসে ব্যাপক তাণ্ডব চালিয়ে বাড়িঘর ও ফসল নষ্ট করেছে। স্থানীয় লোকজন এখন খুব আতঙ্কে আছে।’ 

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘বন বিভাগের লোকজন ভিলেজারদের নিয়ে হাতিটিকে বনে ফেরাতে ঘটনাস্থলে যায়। এ সময় দলছুট বন্য হাতিকে ফেরাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে বন বিভাগের ভিলেজার মোহাম্মদ আলী মারা যায়। তাঁকে বন বিভাগের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হবে।’ 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু