কক্সবাজারের চকরিয়া উপজেলায় দলছুট এক বন্য হাতিকে বনে ফেরাতে গিয়ে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪০) নামের এক ফরেস্ট ভিলেজার নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত থেকে ওই বন্য হাতি উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ও কৈয়ারবিল ইউনিয়নের এলাকায় এই তাণ্ডব চালায়।
নিহত মোহাম্মদ আলী ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে ফরেস্ট ভিলেজার ছিলেন। দলছুট বন্য হাতিকে বনে ফেরাতে বঙ্গবন্ধু সাফারি পার্ক, ফাঁসিয়াখালী রেঞ্জ ও বনবিটের কর্মকর্তা-কর্মচারী এবং চকরিয়া থানা-পুলিশের পৃথক টিম কাজ করছেন।
বন বিভাগ ও স্থানীয় লোকজন জানায়, ভোররাত ৫টার দিকে একটি দলছুট বন্য হাতি বিএমচরের পাহাড়িয়াপাড়ার সবজি খেতে অবস্থান করছিল। কৃষকেরা সকালে খেতে গেলে হাতিকে দেখতে পায়। এ সময় স্থানীয় উৎসুক লোকজন হাতি দেখতে ভিড় করে। পরে সাফারি পার্ক, ফাঁসিয়াখালী রেঞ্জ ও বনবিটের কর্মকর্তা-কর্মচারী এবং থানা-পুলিশের সদস্যরা সেখানে যান।
ভেওলা-মানিকচরের বাসিন্দা ইমতিয়াজ আহমদ রাজীব বলেন, ‘ভোরে দলছুট বন্য হাতিটি এলাকায় এসে ব্যাপক তাণ্ডব চালিয়ে বাড়িঘর ও ফসল নষ্ট করেছে। স্থানীয় লোকজন এখন খুব আতঙ্কে আছে।’
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘বন বিভাগের লোকজন ভিলেজারদের নিয়ে হাতিটিকে বনে ফেরাতে ঘটনাস্থলে যায়। এ সময় দলছুট বন্য হাতিকে ফেরাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে বন বিভাগের ভিলেজার মোহাম্মদ আলী মারা যায়। তাঁকে বন বিভাগের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হবে।’