হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি

রমজান মাসকে সামনে রেখে পর্যটক কমে যাওয়ার আশঙ্কায় কক্সবাজারের সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামীকাল সোমবার থেকে উখিয়ার ইনানীস্থ নৌবাহিনীর জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটকবাহী জাহাজ দুটি চলাচল করবে না। বার আউলিয়ার পরিচালক মাহাবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে গত ১০ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সংঘাতের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নিরাপত্তা বিবেচনায় পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে জেলা প্রশাসন। এরপর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর নৌবাহিনী জেটি থেকে এমভি বার আউলিয়া ও কর্ণফুলী নামের দুটি জাহাজ চলাচল করে আসছিল।

বার আউলিয়ার পরিচালক মাহাবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটক চাহিদার কারণে এক মাস ইনানী-সেন্ট মার্টিন রুটে দুটি জাহাজ চলাচল করেছিল। রমজানে পর্যটকের সংখ্যা কমে যাবে। এ কারণে সোমবার থেকে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সবশেষ জাহাজ দুটি সেন্টমার্টিনে গেছে। আগের দিন এবং এর আগে দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের নিয়ে জাহাজ দুটি ইনানী নৌবাহিনীর জেটিঘাটে ফিরে এসেছে।’ 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, জাহাজ মালিক কর্তৃপক্ষ হয়ত ব্যবসায়িক কারণে লোকসান এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছেন।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির