হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গতকাল বুধবার গাছবাড়িয়া কলেজের ছাত্রলীগ নেতা জাহেদুল আলম নিহত এবং রায়হান হোসেন সানি ও সাগর চৌধুরী আহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। 

সমাবেশ বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের নেতা জাহেদুল আলমের হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। 

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মোরশেদুল আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে চৌধুরীপাড়া থেকে বেড়াতে আসা তিন কিশোরকে হামলা করে প্রতিপক্ষ। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আসামিদের আটক করার চেষ্টা চলছে। বিক্ষোভকারীরা আমাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

উল্লেখ্য, গতকাল বুধবার আনুমানিক রাত ৯টার সময় চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকিরপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়ার তিন কিশোর বেড়াতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হন। এ সময় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলমের ছেলে ছাত্রলীগের নেতা জাহিদুল আলমকে (১৮) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপর দুজন আলমগীর হোসেনের ছেলে রায়হান হোসেন (২২), শাহেদুল ইসলামের ছেলে মো . সাগর (১৬) ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে