হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউনিয়ন পরিষদে চুরি, নিয়ে গেল হার্ডডিস্ক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারার ৭ নম্বর সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) চুরি হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার বিকেলে পরিষদের সচিব মোহাম্মদ শাহ আলম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্র জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে ইউপি কার্যালয়ে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান পরিষদের গ্রাম পুলিশ মো. বাবুল (৪৯)। কার্যালয়ে থাকা দুটি কম্পিউটার মনিটর, সিপিইউ, হার্ডডিস্ক, চেকবই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সংগৃহীত ওয়ারিশ ও ট্রেড লাইসেন্স ফির টাকা এবং কিছু ডিভিডি চুরি হয়েছে। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে চেষ্টা করছে পুলিশ। এ ছাড়া উপজেলায় বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরিষদের প্রশাসক তাহমিনা আক্তার বলেন, দীর্ঘদিন কক্ষটি বন্ধ ছিল। সেখান থেকে কম্পিউটারের হার্ডডিস্কসহ কিছু নথি-ফাইল নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া শিগগির উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য