হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউনিয়ন পরিষদে চুরি, নিয়ে গেল হার্ডডিস্ক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারার ৭ নম্বর সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) চুরি হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার বিকেলে পরিষদের সচিব মোহাম্মদ শাহ আলম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্র জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে ইউপি কার্যালয়ে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান পরিষদের গ্রাম পুলিশ মো. বাবুল (৪৯)। কার্যালয়ে থাকা দুটি কম্পিউটার মনিটর, সিপিইউ, হার্ডডিস্ক, চেকবই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সংগৃহীত ওয়ারিশ ও ট্রেড লাইসেন্স ফির টাকা এবং কিছু ডিভিডি চুরি হয়েছে। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে চেষ্টা করছে পুলিশ। এ ছাড়া উপজেলায় বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরিষদের প্রশাসক তাহমিনা আক্তার বলেন, দীর্ঘদিন কক্ষটি বন্ধ ছিল। সেখান থেকে কম্পিউটারের হার্ডডিস্কসহ কিছু নথি-ফাইল নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া শিগগির উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল