হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ১৪ মামলায় ৪৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এই জরিমানা করেন। 

জানা যায়, শুক্রবার দিনব্যাপী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮ জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও ৬ জন মেম্বার প্রার্থীর সমর্থককে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এই জরিমানা করা হয়। 

অভিযানে সঙ্গে ছিলেন লোহাগাড়া থানা-পুলিশের এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম, আনসার সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। 
 
মো. মাসুদ রানা বলেন, সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য বলা হয়েছে। নির্বাচনী আচরণবিধি পালনের জন্য প্রার্থী ও সমর্থকদের সতর্ক করা হয়েছে। কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

সহকারী কমিশনার জানান, নির্বাচনের দিন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা থাকবে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল টিমও থাকবে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল