হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ১৪ মামলায় ৪৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এই জরিমানা করেন। 

জানা যায়, শুক্রবার দিনব্যাপী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮ জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও ৬ জন মেম্বার প্রার্থীর সমর্থককে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এই জরিমানা করা হয়। 

অভিযানে সঙ্গে ছিলেন লোহাগাড়া থানা-পুলিশের এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম, আনসার সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। 
 
মো. মাসুদ রানা বলেন, সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য বলা হয়েছে। নির্বাচনী আচরণবিধি পালনের জন্য প্রার্থী ও সমর্থকদের সতর্ক করা হয়েছে। কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

সহকারী কমিশনার জানান, নির্বাচনের দিন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা থাকবে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল টিমও থাকবে। 

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি