চট্টগ্রামের লোহাগাড়ার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ১৪ মামলায় ৪৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এই জরিমানা করেন।
জানা যায়, শুক্রবার দিনব্যাপী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮ জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও ৬ জন মেম্বার প্রার্থীর সমর্থককে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এই জরিমানা করা হয়।
অভিযানে সঙ্গে ছিলেন লোহাগাড়া থানা-পুলিশের এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম, আনসার সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।
মো. মাসুদ রানা বলেন, সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য বলা হয়েছে। নির্বাচনী আচরণবিধি পালনের জন্য প্রার্থী ও সমর্থকদের সতর্ক করা হয়েছে। কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার জানান, নির্বাচনের দিন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা থাকবে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল টিমও থাকবে।