হোম > সারা দেশ > কুমিল্লা

ডাকাতির মামলায় গ্রেপ্তার ৫, লুণ্ঠিত মালামাল উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ডাকাতির মামলায় গ্রেপ্তার ৫। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।

তাঁরা হলেন উপজেলার আদ্রা উত্তর ইউপির দক্ষিণ শাকতলী গ্রামের মুন্সিবাড়ীর ওসমান গনির ছেলে মো. আবু বক্কর (৫০), জোড্ডা পশ্চিম ইউপির নোয়াপাড়া গ্রামের মিস্ত্রিবাড়ীর লেদু মিয়ার ছেলে বাবুল (৪৫), চট্টগ্রাম পাহাড়তলী সরাইপাড়া প্রাণ পরিমল সড়কের আব্দুল হাকিমের ছেলে শাহীন (৩৯), বটতলী ইউপির জিনিয়ারা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোস্তফা (২৮) ও জোড্ডা পূর্ব ইউপির পানকরা গ্রামের মোকছোদের ছেলে মো. রাকিব (১৯)।

ওসি জানান, ৬ নভেম্বর গভীর রাতে উপজেলার জোড্ডা পূর্ব ইউপির শংকরপুর গ্রামের তালতলা গ্রামে নাছিমা আক্তার পাখী নামে এক নারী বাড়ির রান্নাঘরের টিন কেটে ছয়–সাতজনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সব সদস্যের মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন নাছিমা আক্তার পাখী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে একটি স্মার্ট টিভি, একটি ল্যাপটপসহ লুট করা মালামাল উদ্ধার করে।

নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক বলেন, গৃহবধূর মামলার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় ডাকাত দলকে গ্রেপ্তার করতে অভিযানে নামে। গতকাল থেকে আজ ভোর পর্যন্ত জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে তাদের থেকে লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের