হোম > সারা দেশ > কক্সবাজার

৫ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত কৃষক 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অপহৃত কৃষক মোহাম্মদ নূর ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে পরিবার। গতকাল রোববার রাতে মুক্তিপণ পাওয়ার পর উপজেলার বাহারছড়ায় তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। 

এর আগে গত শনিবার সন্ধ্যায় মোহাম্মদ নূরসহ অপহৃত পাঁচ কৃষকের মধ্যে চার কৃষক অভিযানের মুখে মুক্তি পায় বলে জানিয়েছিল পুলিশ। তবে অপহৃত এক পরিবারের সদস্য জানিয়েছিলেন, চার কৃষক ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। 

কিন্তু মোহাম্মদ নূর নামের একজনকে জিম্মি করে রাখে অপহরণকারীরা। পরে তাঁকে ৫ লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেয় বলে জানায় তাঁর পরিবার। মোহাম্মদ নুর উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নূর। 

গত বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলার পানখালীর পাহাড়ি এলাকায় খেতের পাহারা দেওয়ার সময় তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপহরণকারীরা। 

তাঁরা হলেন, হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে রফিক (২২), শাহজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান (১৫)। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বলেন, জিম্মি থাকা কৃষক মোহাম্মদ নূর মুক্তির খবর পেয়েছি। এ নিয়ে অপহৃত পাঁচ কৃষক মুক্তি পেয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার