হোম > সারা দেশ > কক্সবাজার

৫ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত কৃষক 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অপহৃত কৃষক মোহাম্মদ নূর ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে পরিবার। গতকাল রোববার রাতে মুক্তিপণ পাওয়ার পর উপজেলার বাহারছড়ায় তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। 

এর আগে গত শনিবার সন্ধ্যায় মোহাম্মদ নূরসহ অপহৃত পাঁচ কৃষকের মধ্যে চার কৃষক অভিযানের মুখে মুক্তি পায় বলে জানিয়েছিল পুলিশ। তবে অপহৃত এক পরিবারের সদস্য জানিয়েছিলেন, চার কৃষক ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। 

কিন্তু মোহাম্মদ নূর নামের একজনকে জিম্মি করে রাখে অপহরণকারীরা। পরে তাঁকে ৫ লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেয় বলে জানায় তাঁর পরিবার। মোহাম্মদ নুর উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নূর। 

গত বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলার পানখালীর পাহাড়ি এলাকায় খেতের পাহারা দেওয়ার সময় তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপহরণকারীরা। 

তাঁরা হলেন, হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে রফিক (২২), শাহজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান (১৫)। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বলেন, জিম্মি থাকা কৃষক মোহাম্মদ নূর মুক্তির খবর পেয়েছি। এ নিয়ে অপহৃত পাঁচ কৃষক মুক্তি পেয়েছে।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা