হোম > সারা দেশ > কক্সবাজার

৫ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত কৃষক 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অপহৃত কৃষক মোহাম্মদ নূর ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে পরিবার। গতকাল রোববার রাতে মুক্তিপণ পাওয়ার পর উপজেলার বাহারছড়ায় তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। 

এর আগে গত শনিবার সন্ধ্যায় মোহাম্মদ নূরসহ অপহৃত পাঁচ কৃষকের মধ্যে চার কৃষক অভিযানের মুখে মুক্তি পায় বলে জানিয়েছিল পুলিশ। তবে অপহৃত এক পরিবারের সদস্য জানিয়েছিলেন, চার কৃষক ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। 

কিন্তু মোহাম্মদ নূর নামের একজনকে জিম্মি করে রাখে অপহরণকারীরা। পরে তাঁকে ৫ লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেয় বলে জানায় তাঁর পরিবার। মোহাম্মদ নুর উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নূর। 

গত বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলার পানখালীর পাহাড়ি এলাকায় খেতের পাহারা দেওয়ার সময় তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপহরণকারীরা। 

তাঁরা হলেন, হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে রফিক (২২), শাহজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান (১৫)। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বলেন, জিম্মি থাকা কৃষক মোহাম্মদ নূর মুক্তির খবর পেয়েছি। এ নিয়ে অপহৃত পাঁচ কৃষক মুক্তি পেয়েছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে