হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: আওয়ামী লীগের প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুসহ ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশন অফিস। 

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ছয়জন প্রার্থীর মধ্যে দুজন অনলাইনে, বাকিরা সশরীরে অফিসে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন।’ আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি। 

সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

আজ (মঙ্গলবার) বিকেলে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মহিউদ্দিন বাচ্চু নির্বাচন অফিসে আসেন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি ইব্রাহীম হোসেন বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সম্পাদক শফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনে সংসদ সদস্য নগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. আফছারুল আমীন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের জন্য ৩০ জুলাই দিন ধার্য করে। নির্বাচন তফসিল ঘোষণার পর এই পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই, প্রতীক বরাদ্দ ১৩ জুলাই ও ভোট গ্রহণ হবে ৩০ জুলাই।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু