হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে বাধার মুখে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর চকবাজারে হাজী বিরিয়ানি হাউস নামের একটি হোটেলের ফুটপাতের উপর সম্প্রসারিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বাধার সম্মুখীন হন চট্টগ্রাম সিটি করপোরেশনের লোকজন। শনিবার দুপুরে চকবাজার মোড়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, উচ্ছেদের সময় হাতাহাতির ঘটনাও ঘটে। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান আজকের পত্রিকাকে বলেন, নির্ধারিত শিডিউল অনুযায়ী শনিবার চকবাজারে উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন চসিকের লোকজন। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে সেখানকার লোকজনের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তবে সেখানে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। পরে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের উপস্থিতিতে চসিকের লোকজন উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেন। 

তিনি আরও বলেন, যাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছিল তাঁদের অভিযোগ ছিল অগ্রিম কোনো নোটিশ প্রদান ছাড়াই চসিকের লোকজন উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছিলেন। মূলত এটা নিয়েই সামান্য ঝামেলার সৃষ্টি হয়েছিল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন, ‘উচ্ছেদ চালাতে গিয়ে সামান্য একটু ঝামেলা হয়েছিল এবং কোনো ম্যাজিস্ট্রেট সঙ্গে ছিলেন না বলে শুনেছি।’  

 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির