হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে বাধার মুখে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর চকবাজারে হাজী বিরিয়ানি হাউস নামের একটি হোটেলের ফুটপাতের উপর সম্প্রসারিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বাধার সম্মুখীন হন চট্টগ্রাম সিটি করপোরেশনের লোকজন। শনিবার দুপুরে চকবাজার মোড়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, উচ্ছেদের সময় হাতাহাতির ঘটনাও ঘটে। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান আজকের পত্রিকাকে বলেন, নির্ধারিত শিডিউল অনুযায়ী শনিবার চকবাজারে উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন চসিকের লোকজন। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে সেখানকার লোকজনের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তবে সেখানে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। পরে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের উপস্থিতিতে চসিকের লোকজন উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেন। 

তিনি আরও বলেন, যাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছিল তাঁদের অভিযোগ ছিল অগ্রিম কোনো নোটিশ প্রদান ছাড়াই চসিকের লোকজন উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছিলেন। মূলত এটা নিয়েই সামান্য ঝামেলার সৃষ্টি হয়েছিল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন, ‘উচ্ছেদ চালাতে গিয়ে সামান্য একটু ঝামেলা হয়েছিল এবং কোনো ম্যাজিস্ট্রেট সঙ্গে ছিলেন না বলে শুনেছি।’  

 

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য