চট্টগ্রামের সীতাকুণ্ডে এজাহার মিয়া ও সুমন নামের বিএনপি ও যুবদলের দুই নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদের বাসভবনে এই দুই নেতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
আওয়ামী লীগে যোগদান করা বিএনপি ও যুবদলের নেতারা হলেন–সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি এজাহার মিয়া ও ইউনিয়ন যুবদলের সদস্য মো. সুমন।
আওয়ামী লীগে যোগদান করার বিষয়ে তাঁরা জানান, বর্তমান সরকারের অব্যাহত উন্নয়নের ধারাবাহিতা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা আওয়ামী লীগে যোগদান করেছেন। তাঁরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবেন বলেও জানিয়েছেন।