হোম > সারা দেশ > চট্টগ্রাম

গোসলে নেমে নোয়াখালীতে ছাত্রলীগ নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

পুকুরে গোসলে নেমে নোয়াখালীর সেনবাগে সহিদুল ইসলাম রবিন নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়দের ধারণা, পুকুরে গোসল করতে নামার পর পানিতে স্ট্রোক করে তাঁর মৃত্যু হতে পারে। 

সহিদুল ইসলাম রবিন উপজেলার নবীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরির সুবাদে ঢাকা থাকতেন সহিদুল ইসলাম রবিন (২৭)। অসুস্থ হওয়ায় গত বৃহস্পতিবার নিজের গ্রামের বাড়ি সেনবাগের নবীপুরে আসেন তিনি। 

আজ সকালে বাড়ির পুকুরে গোসল করতে নামেন রবিন। পুকুরে নিজের ছেলেকে নামতে দেখেন তাঁর মা, কিন্তু পুকুরে নামার পর অনেক সময় পার হলেও রবিনকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন তিনি। এর কিছুক্ষণ পর পুকুরে ভেসে উঠে রবিনের মরদেহ। 

পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন, ‘রবিন একসময় উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। পরবর্তীকালে জীবিকার তাগিদে ঢাকায় চলে যান। ঢাকাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকালে বাড়ির পুকুরের নামার পর তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।’ 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে