হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কাভার্ড ভ্যানের চাপায় চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় তুষার রক্ষিত (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার পথে বন্দর থানাধীন ইস্পাহানি ২ নম্বর জেটি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত তুষার পটিয়া উপজেলার হাবিলাস দ্বীপ গ্রামের সুধীর কুমার রক্ষিতে ছেলে। তিনি ইয়াংওয়ান কারখানায় পেটেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, তুষার মোটরসাইকেল চালিয়ে সকালে অফিসে যাচ্ছিলেন। ইস্পাহানি ২ নম্বর জেটি এলাকায় গেলে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। 

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা