হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কাভার্ড ভ্যানের চাপায় চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় তুষার রক্ষিত (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার পথে বন্দর থানাধীন ইস্পাহানি ২ নম্বর জেটি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত তুষার পটিয়া উপজেলার হাবিলাস দ্বীপ গ্রামের সুধীর কুমার রক্ষিতে ছেলে। তিনি ইয়াংওয়ান কারখানায় পেটেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, তুষার মোটরসাইকেল চালিয়ে সকালে অফিসে যাচ্ছিলেন। ইস্পাহানি ২ নম্বর জেটি এলাকায় গেলে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল