হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাজেটের আনন্দ মিছিলে বর্তমান ও সাবেক মন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও পুলিশ সদস্য মোহাম্মদ জাবেরসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্ণফুলী থানা-পুলিশ ছয়টি ফাঁকা গুলি ছোড়ে।

সরেজমিন দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানাতে আজ বিকেল ৪টার দিকে বন্দর কমিউনিটি সেন্টারে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির সমর্থকেরা আনন্দ মিছিলের কর্মসূচির ঘোষণা দেন।

জুমার নামাজের পর থেকে সেখানে দুই পক্ষের সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। বিকেল ৪টার পর উভয়পক্ষ পাল্টা মিছিল ও স্লোগান দিতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও পুলিশ সদস্য মোহাম্মদ জাবেরসহ ১৮ জন আহত হন। আহতদের বেশির ভাগ আওয়ামী লীগের নেতা-কর্মী। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয়টি গুলি এবং টিয়ার শেল ছোড়ে। 

এতে গুরুতর আহত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহদাত হোসেন চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘সরকারের প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে আমাদের অভিভাবক সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে আনন্দ মিছিলের ঘোষণা করা হয়। কিন্তু একই স্থানে তারাও পাল্টা কর্মসূচি ঘোষণা করায় আমাদের কর্মসূচিটি স্থগিত করে শুক্রবার বিকেলে পালন করার উদ্যোগ নিই। এরপর তারা আবারও পাল্টা কর্মসূচির ঘোষণা দেন একই স্থানে। 

‘বিকেলে আমাদের নেতা-কর্মীরা জড়ো হলে আমাদের ওপর হামলা করে তারা। হামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যপক এম এ মান্নান চৌধুরী, বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহদাত হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা অজিত কুমার দাশ, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তাজু উদ্দিন, যুবলীগ নেতা সাইফুদ্দিনসহ ১৩ জন নেতা-কর্মী গুরুতর আহত হন।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড গুলি এবং টিয়ারশেল ছোড়ে। দুপক্ষের সংঘর্ষে আমাদের এক পুলিশ সদস্যও গুরুতর আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল