কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা শিবিরের একটি মসজিদে গোপন বৈঠক করেছে কথিত আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি-আরসা সন্ত্রাসী গ্রুপ। এমন খবরে পেয়ে অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন। পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যান আরসা সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। এ সময় ৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে বলে জানিয়ে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা শিবিরের একটি মসজিদে এই গোপন বৈঠকের ঘটনা ঘটে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারেন যে, 'এ' এর ৩ ব্লকের আম বাগান এবং কাঁটাতার সংলগ্ন একটি মসজিদে বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে আসা অজ্ঞাত আনুমানিক ১০০ জন সদস্যদের বৈঠক হচ্ছে। এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে একপিবিএন ২৫ সদস্যদের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
তারিকুল ইসলাম আরও জানান, এ সময় পুলিশরে উপস্থিতি টের পেয়ে মসজিদের বেড়া ভেঙে পালিয়ে যান তাঁরা। পুলিশ ঘটনাস্থল থেকে উপস্থিত লোকজনের ব্যবহৃত ৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, উখিয়ার শিবিরে আরসা ও আরসও এর সংঘাত ও দ্বন্দ্ব প্রকাশ্যে হওয়ায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।