হোম > সারা দেশ > চট্টগ্রাম

আর রোডমার্চ নয়, এবার ঢাকায় সরকারপতনের আন্দোলন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর রোডমার্চ নয়, এবার কর্মসূচি রাজধানীতে। রাজধানীতেই সরকারের পতন ঘটানো হবে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণে জনসভায় রাত ৮টার দিকে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামে বিএনপির রোডমার্চ শেষে জনসভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা, ফেনী ও মিরসরাই হয়ে রোডমার্চটি চট্টগ্রামে এসে রাত ৮টার দিকে শেষ হয়।

মির্জা ফখরুল বলেন, ‘চট্টগ্রামে গণবিস্ফোরণ। কি, তাই না। মানুষ জেগে উঠেছে না? ওরা টিকে আছে শুধু বন্দুকের জোরে। আপনারা দীর্ঘ পাঁচ ঘণ্টা অপেক্ষা করেছেন আমার জন্য। কেন? এটি শোনার জন্য যে, শেখ হাসিনা কবে যাবে।’ 

বিএনপির মহাসচিব বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, অনেক কথা বলেছি, অনেক রোডমার্চ করেছি, অনেক সমাবেশ করেছি। চট্টগ্রামের এই রোডমার্চই শেষ। এর পরে আর রোডমার্চ নয়। এরপর সব ঢাকায়, রাজধানীতে। রাজধানীতেই সরকারের পতন ঘটানো হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনাকে পরিষ্কার করে বলতে চাই, অনেক মানুষ খুন করেছেন। আমাদের ভাইদের গুম করেছেন। পুলিশ ভাইদের বলতে চাই, আর অন্যায় আদেশ মানবেন না। অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না এবং আর গায়েবি মামলা দেবেন না। মানুষ জেগে উঠেছে। শান্তিপূর্ণভাবে যদি ক্ষমতা হস্তান্তর করেন তো ভালো।’ 

ফখরুল বলেন, ‘সংসদ বিলুপ্ত করেন। নির্বাচন কমিশন নতুনভাবে গঠন করেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করেছেন। মুখ দিয়ে সেটি বের হয়ে গেছে। কী দরকার চিকিৎসার! খালেদা জিয়ার বয়স ৮০ পার হয়েছে।’ 

সামনে দুর্গাপূজা উপলক্ষে আন্দোলন বন্ধ রাখার কথা জানিয়ে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন। এর মধ্যে ৯ অক্টোবর বিভাগীয় পর্যায়ে সমাবেশ, ১২ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় ছাত্র সমাবেশ, ১৪ অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে অনশন, ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ। সেখানে বিএনপির পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আল্লাহর কাছে দোয়া করি, ১৮ অক্টোবরের কর্মসূচি যেন শেষ কর্মসূচি হয়।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির