হোম > সারা দেশ > কক্সবাজার

চট্টগ্রাম থেকে অপহৃত ব্যবসায়ী কক্সবাজারে উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

ব্যবসায়ী ছৈয়দুল আলম তালুকদার। ছবি: সংগৃহীত

অপহরণের পাঁচ দিন পর কক্সবাজারের চকরিয়া থেকে মো. ছৈয়দুল আলম তালুকদার (৬৫) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাকারা ইউনিয়নের পাইথন পাহাড় থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।

এর আগে গত শনিবার চট্টগ্রামের বহদ্দারহাট থেকে তাঁকে অপহরণ করা হয়। ছৈয়দুল আলমের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মহতীপাড়া গ্রামে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

জানা গেছে, শনিবার দুপুরে ছৈয়দুল আলমকে ফোন করে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরদিন দুপুরে তাঁর স্ত্রীকে ফোন করে ২০ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। গত রোববার রাতে এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মামলা করা হয়।

ওসি সোলাইমান বলেন, ‘ঘটনাটি শুনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়ে তারপর মামলা নিয়েছি। পরে চকরিয়ার পাহাড়ে ছয় ঘণ্টার অভিযান শেষে অপহৃতকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যান। ছৈয়দুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ