হোম > সারা দেশ > কক্সবাজার

চট্টগ্রাম থেকে অপহৃত ব্যবসায়ী কক্সবাজারে উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

ব্যবসায়ী ছৈয়দুল আলম তালুকদার। ছবি: সংগৃহীত

অপহরণের পাঁচ দিন পর কক্সবাজারের চকরিয়া থেকে মো. ছৈয়দুল আলম তালুকদার (৬৫) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাকারা ইউনিয়নের পাইথন পাহাড় থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।

এর আগে গত শনিবার চট্টগ্রামের বহদ্দারহাট থেকে তাঁকে অপহরণ করা হয়। ছৈয়দুল আলমের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মহতীপাড়া গ্রামে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

জানা গেছে, শনিবার দুপুরে ছৈয়দুল আলমকে ফোন করে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরদিন দুপুরে তাঁর স্ত্রীকে ফোন করে ২০ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। গত রোববার রাতে এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মামলা করা হয়।

ওসি সোলাইমান বলেন, ‘ঘটনাটি শুনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়ে তারপর মামলা নিয়েছি। পরে চকরিয়ার পাহাড়ে ছয় ঘণ্টার অভিযান শেষে অপহৃতকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যান। ছৈয়দুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু