হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে আগুনে দগ্ধ ৪, একজন নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের একটি বসত ঘরে অগ্নিকাণ্ড হয়েছে। এ সময় আগুনে পুড়ে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়েছেন দুই নারীসহ তিনজন। আজ বৃহস্পতিবার ভোরে নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন।

নিহত নুরুল ইসলাম পশ্চিম চর উরিয়া গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে। আহতরা হচ্ছেন, নুরুল ইসলামের ছেলে মো. সেলিম, সেলিমের স্ত্রী মায়া বেগম ও নিহতের বেয়াইন শেফালী বেগম।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অন্যদিনের মতো ভোর রাতে সাহরি খেয়ে ঘুমিয়ে পড়েন নুরুল ইসলামসহ তাঁর পরিবারের সদস্যরা। এর পরে কোনো একসময় সবাই ঘুমে থাকা অবস্থায় তাদের বসত ঘরে অগ্নিকাণ্ড হয়। দ্রুত সময়ের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় নুরুল ইসলাম আগুনে দগ্ধ হয়ে নিহত হন। এ সময় আগুনে দগ্ধ হন তাঁর ছেলে সেলিম, ছেলের বউ মায়া বেগম ও বেয়াইন শেফালী বেগম। সকালে লোকজন আগুন দেখে নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়।

সুধারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে। অগ্নিদগ্ধদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির