হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে আগুনে দগ্ধ ৪, একজন নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের একটি বসত ঘরে অগ্নিকাণ্ড হয়েছে। এ সময় আগুনে পুড়ে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়েছেন দুই নারীসহ তিনজন। আজ বৃহস্পতিবার ভোরে নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন।

নিহত নুরুল ইসলাম পশ্চিম চর উরিয়া গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে। আহতরা হচ্ছেন, নুরুল ইসলামের ছেলে মো. সেলিম, সেলিমের স্ত্রী মায়া বেগম ও নিহতের বেয়াইন শেফালী বেগম।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অন্যদিনের মতো ভোর রাতে সাহরি খেয়ে ঘুমিয়ে পড়েন নুরুল ইসলামসহ তাঁর পরিবারের সদস্যরা। এর পরে কোনো একসময় সবাই ঘুমে থাকা অবস্থায় তাদের বসত ঘরে অগ্নিকাণ্ড হয়। দ্রুত সময়ের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় নুরুল ইসলাম আগুনে দগ্ধ হয়ে নিহত হন। এ সময় আগুনে দগ্ধ হন তাঁর ছেলে সেলিম, ছেলের বউ মায়া বেগম ও বেয়াইন শেফালী বেগম। সকালে লোকজন আগুন দেখে নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়।

সুধারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে। অগ্নিদগ্ধদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির