ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দোকানে পেট্রল বিক্রি করার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার মোগড়া বাজারের বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে জ্বালানি তেল পেট্রল এমন গোপন সংবাদদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স না থাকায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ পাঁচ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানে সহায়তা করে আখাউড়া থানা–পুলিশের একটি দল।
সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে।’