ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে স্থানীয়রা বলভদ্র নদে তাঁরা একটি মরদেহ ভাসতে দেখেন। এরপর ৯৯৯ নম্বরে জানলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে হলুদ-কালো গেঞ্জি, লাল প্যান্ট, গলার মাফলারের সঙ্গে পলিথিনে মোড়ানো একটি মোবাইল ফোন পাওয়া গেছে।
এ নিয়ে জানতে চাইলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে আংশিক পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।