হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে অবাঞ্ছিত ঘোষণা করে আজ রোববার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগে এই প্রতিবাদ করে।

উপজেলা বটতলী মোটর স্টেশনের চৌধুরী প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সলাহ উদ্দিন হিরু।

এতে বক্তারা অবিলম্বে কর্নেল অলিকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মিয়া ফারুক, আওয়ামী লীগ নেতা শহীদুল কবির সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সহসভাপতি হারুন অর রশিদ অর্মি হারুন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ প্রমুখ।

পরে উপজেলার বটতলী মোটর স্টেশনে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিলে বের হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা কর্নেল অলি আহমদের কুশপুত্তলিকা দাহ করেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল পদুয়ায় উপজেলা এলডিপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির