কক্সবাজারে করোনায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক। তিনি আজ রোববার দুপুরে সেচ্ছাসেবী সংগঠন ব্রান্ডিং কক্সবাজার–এর ‘অক্সিজেন ব্যাংক’–এ দুটি সিলিন্ডার দেন। প্রয়োজনে আরও সরবরাহের আশ্বাস দেন কক্সবাজারের সন্তান টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
সকালে ক্রিকেটার মুমিনুল ব্রান্ডিং কক্সবাজারের কার্যালয়ে সংগঠনটি প্রধান নির্বাহী ইশতিয়াক আহমেদ জয়ের হাতে দুটি সিলিন্ডার তুলে দেন। এসময় মুমিনুল হক বলেন, সারা দেশ এখন করোনায় বিপর্যস্ত। সবচেয়ে কঠিন সময় পার করছে কেটে খাওয়া সাধারণ মানুষ। চিকিৎসা নিতে যেমন দুর্ভোগ চলছে তার চেয়ে বেশি অর্থ সংকটে। কক্সবাজার অক্সিজেন ব্যাংকের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘এ অক্সিজেন ব্যাংকে করোনা রোগীদের সেবায় সবধরণের সহযোগিতায় পাশে থাকব।
ইশতিয়াক আহমেদ জয় বলেন, করোনায় আক্রান্তদের সবচেয়ে বড় সংকট এখন অক্সিজেন। অসহায় দুস্থ মানুষ তো অর্থের অভাবে পায় না। তাঁদের জন্য চালু করেছি বিনামূল্যে ‘অক্সিজেন ব্যাংক’। আমাদের এই উদ্যোগে অনেকেই এগিয়ে আসছেন।
১ জুলাই ব্র্যান্ডিং কক্সবাজার–এর উদ্যোগে এই অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়। এরই মধ্যে ব্যাংকটি সাধারণ মানুষের কাছে দিন রাত অক্সিজেন সরবরাহ করে প্রশংসিত হয়েছে। এ ব্যাংকের সেচ্ছাসেবকেরা কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে করোনায় আক্রান্ত রোগীর জন্য ফোন পেলেই অক্সিজেন নিয়ে হাজির হচ্ছেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে বিনামূল্যে তা সরবরাহ করছেন সেচ্ছাসেবকেরা। পরামর্শ দিতে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকেন চারজন চিকিৎসক।