হোম > সারা দেশ > কুমিল্লা

কুসিক নির্বাচন: আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সংসদ সদস্য সীমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। আজ বৃহস্পতিবার দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে তিনি জমা দিয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সংসদ সদস্য সীমা।  

সীমা বলেন, ‘আমি মনোনয়ন ফরম কিনে জমা দিয়ে দিয়েছি। এখন সিদ্ধান্ত কী হবে, নেত্রী (শেখ হাসিনা) যেদিন ঘোষণা করবেন, সেদিন জানা যাবে।’ 

কুমিল্লার প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। সেখানে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে ১১ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। 

সেই সময় তাঁর অনুসারীদের দাবি ছিল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরোধিতার কারণেই পরাজিত হয়েছেন সীমা। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচন হন তিনি। বর্তমানে একই দায়িত্বে রয়েছেন তিনি। 

আগামী ১৫ জুন অনুষ্ঠিত কুসিক নির্বাচনে এখন পর্যন্ত ১৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে আঞ্জুম সুলতানা সীমার ভাই মাসুদ পারভেজ খানও রয়েছেন। আগামী শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন 

গত সোমবার আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে সীমা জানিয়েছিলেন সংসদ সদস্য হওয়ায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবেন না। তবে সেই সময় জানিয়েছিলেন দলের হাইকমান্ড অনুমতি দিলেই তিনি মনোনয়ন ফরম কিনবেন। 

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহের আগে হাইকমান্ডের সঙ্গে কথা হয়েছিল কিনা—এমন প্রশ্নের জবাবে আজ বুধবার আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘বলেছিলাম। সব কথাতো এখন বলা যাবে না। এত কথা যদি আগেই নিয়ে নেন, তাহলে ওইদিনের (মনোনয়ন ঘোষণার দিন) জন্য কি থাকল? কিছু রাখেন।’ 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র