চট্টগ্রামের কর্ণফুলীতে বালুবোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আবু বক্কর (১৫) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় ফোর স্টার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মুহাম্মদ সবুরের ছেলে।
স্থানীয় লোকজন জানান, দৌলতপুর দারুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় বার্ষিক সভা থেকে বের হয়ে বড় উঠানের তার নানার বাড়িতে যাচ্ছিল বক্কর। এ সময় উত্তর দিক দিয়ে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায় ৷ সে বড় উঠানের নানার বাড়ি থেকে দারুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করা হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিবার থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির উপসহকারী পুলিশ পরিদর্শক মো. সিরাজ।