হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এর ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি ও ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে সেরা ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে নবীন অফিসারদের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠা, সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রথম সারির সৈনিক। আপনাদের নিষ্ঠা ও দক্ষতা জাতির জন্য গৌরব।’

দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণের সমাপ্তিতে আজকের এই কুচকাওয়াজে ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ২১৩ জন এবং ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের ১৮ জন অফিসার কমিশন লাভ করেন। এর মধ্যে ২০৭ জন পুরুষ ও ২৪ জন নারী অফিসার রয়েছেন। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল আরাফাত তাঁর অসামান্য পারফরম্যান্সের জন্য ‘সোর্ড অব অনার’ এবং ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন।

অনুষ্ঠানে শ্রীলঙ্কার সামরিক প্রতিনিধিসহ দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং ক্যাডেটদের মা-বাবা উপস্থিত ছিলেন। নবীন অফিসারদের র‍্যাংক-ব্যাজ পরিধান এবং শপথ গ্রহণের মাধ্যমে তাদের সামরিক জীবনের নতুন যাত্রা শুরু হয়।

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান