হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্ষণ মামলার পলাতক আসামি ১১ মাস পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১১ মাস আগে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি মো. রশিদ আহাম্মদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার নগরীর খুলশী থানাধীন তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, অভিযুক্ত রশিদ বাঁশখালী উপজেলার মৃত সাহাব মিয়ার ছেলে। 

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গত বছরের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বাহারছড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী শিশুটির পরিবার। ভুক্তভোগী শিশুটি খেলার জন্য বাইরে গেলে অভিযুক্ত রশিদ তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী শিশুর মা শিশুটিকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। ভুক্তভোগীর মায়ের ডাক শুনতে পেয়ে রশিদ দরজা খুলে শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির মা বাঁশখালী থানায় একটি মামলা করেন। অন্যদিকে রশিদ ঘটনার পর থেকে পালিয়ে ছিল। 

সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আরও জানান, উক্ত চাঞ্চল্যকর ও আলোচিত ধর্ষণ মামলার মেডিকেল প্রতিবেদনের ওপর ভিত্তি করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দায়ের করেন। পরে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান