হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরের যেসব গ্রামে রোজা শুরু আজ

চাঁদপুর প্রতিনিধি

সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার বাংলাদেশে রোজা পালন শুরু হবে। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অন্য বছরের মতো আজ বৃহস্পতিবার থেকে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামের বাসিন্দারা রোজা রেখেছেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরিফের পীর জাকারিয়া চৌধুরী আল-মাদানি ও সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর সিদ্দিক। 

সাদ্রা দরবার শরিফ সূত্রে জানা যায়, ১৯৩১ সালে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এই অঞ্চলে চন্দ্র মাসের হিসাবে রোজা, ঈদ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনের রীতি শুরু করেন। এরপর থেকে তাঁর অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। 

যেসব গ্রামে বৃহস্পতিবার রোজা পালন শুরু হয়েছে সেগুলো হলো চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুড়ঙ্গচর, বালিথুবা, কাইতাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর; 
মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী, শাহরাস্তি এবং কচুয়া উপজেলার কয়েকটি গ্রাম। 

এই মতবাদের অনুসারী ফরিদগঞ্জ উপজেলার শামীম মুন্সি আজকের পত্রিকাকে জানান, বুধবার রাতে এশার নামাজের পর রাত সাড়ে ৮টায় তারাবির নামাজ আদায় করা হয়। ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

একই তথ্য জানান উপজেলার টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান। 

শাহরাস্তি উপজেলার শিক্ষক মো. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আগে আমাদের উপজেলায় এই মতবাদের অনুসারী না থাকলেও গত কয়েক বছরে বেড়েছে। তাঁরাও এখন আগাম রোজা ও ঈদ পালন করে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে