হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

তথ্যের ভুলে এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি আব্দুর রহিম

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

আব্দুর রহিমের জন্ম ১৯৭৯ সালের ৬ জানুয়ারি। জন্ম নিবন্ধন ও টিকা নেওয়ার কার্ডের হিসাব অনুযায়ী তিনি এখন ৪২ বছরের যুবক। অথচ জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তাঁর জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৮৭২ সালের ২৮ মার্চ। ওই হিসাবে তাঁর বয়স এখন ১৪৯ বছর! এ ধরনের তথ্য বিভ্রাটের কারণে তিনি পদে পদে হয়রানির শিকার হচ্ছেন। চেষ্টা করেও পাসপোর্টের আবেদন করতে পারেননি।

আব্দুর রহিম লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কেরোয়া খন্দকার বাড়ির বাসিন্দা। বাবার নাম মো. রফিক। মায়ের নাম রুশিয়া বেগম।

পেশায় ডেকোরেটর কর্মী আব্দুর রহিম বলেন, জন্ম নিবন্ধন সনদপত্র ও ছোট বেলার টিকা নেওয়ার কার্ডে আমার জন্ম তারিখ সঠিকভাবে রয়েছে। বিষয়টি এতোদিন আমাদের কারো নজরে পড়েনি। প্রায় তিন মাস আগে পাসপোর্টের আবেদন করতে গিয়ে ১০৭ বছর বয়স বেশি থাকার বিষয়টি নজরে আসে। এটি সংশোধনের জন্য উপজেলা নির্বাচন কার্যালয়ে এক মাস চেষ্টা করেও কাজটি করা সম্ভব হয়নি। সেখানে আজ না কাল করে সময় ক্ষেপণ করা হয়েছে। এরপর ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) তফসিল ঘোষণা হওয়ায় এখন তাঁরা নির্বাচন নিয়ে ব্যস্ত। আমার কাজটি এই মুহূর্তে করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বলেন, ওই সময়ে দায়িত্বশীল যারা সার্ভারে ডেটা এন্ট্রি করেছেন, হয়তো তাঁদের অনিচ্ছাকৃত ভুলে এমনটি হয়েছে। ১০টি ইউনিয়নে নির্বাচন চলছে। এ কারণে কিছুটা ব্যস্ততা রয়েছে। এরপর দ্রুত এটি সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে