হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের বাংলোয় প্রণব বড়ুয়া নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন তা জানান যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ডিসি হিলে বাংলোর পাশে পুলিশ ব্যারাকের টয়লেট থেকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। কথা বলার পরিস্থিতি নেই। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।’ 

এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারকে (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। 

ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গুলিবিদ্ধ কনস্টেবলকে ব্যারাকের টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। পাশে থেকে তাঁর ব্যবহৃত বন্দুকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে তারা ব্যবস্থা নেবেন। 

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারকে (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আহত পুলিশ কনস্টেবলের সঙ্গে কথা বলতে পারছি না। আগামীকাল বুধবার তদন্ত শুরু হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’ 

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ