হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছুরিকাঘাতে আ. লীগের নেতা খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ছুরিকাঘাত মো. হোসেন মান্না (৫০) নামে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা খুন হয়েছেন। আহত হয়েছেন নিহতের ছেলে অমিত হোসেন (২০)। আজ রোববার নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া হাজী আশরাফ আলী রোডে এই ঘটনা ঘটে। 

নিহত হোসেন মান্না ওই এলাকার মধ্যম সরাইপাড়া এলাকার মো. নুরু মিয়ার ছেলে। তিনি পাহাড়তলী ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। 

পুলিশ জানায়, নগরীর একই এলাকার বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে হোসেনের পূর্বশত্রুতা ছিল। আজ দুজনের তর্কাতর্কির একপর্যায়ে এই খুনের ঘটনা ঘটে। এ সময় নিহত হোসেনের ছেলে এগিয়ে আসলে সেও আহত হন। ঘটনার পর অভিযুক্ত পলিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিএমপি পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. মঈনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মূলত পূর্বশত্রুতার জেরে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি হোসেন মান্নাকে ছুরিকাঘাত করে। এ সময় তাঁকে বাঁচাতে ছেলে এগিয়ে আসলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। 

স্থানীয়রা তাঁদের দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে সেখানে চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর লাশ হাসপাতাল মর্গে রয়েছে। হোসেনের ছেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

তিনি বলেন, স্থানীয় ওই ব্যক্তির সঙ্গে হোসেন মান্নার বিরোধ ছিল। তবে কি নিয়ে বিরোধ ছিল তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত