হোম > সারা দেশ > চট্টগ্রাম

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চম্পক বড়ুয়া (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার চকবাজার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিয়া জেলার বাসিন্দা। তিনি নগরীর চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকায় বসবাস করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের কাছ থেকে বিমানবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়।

আজ (সোমবার) এ ঘটনায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তি একজন পেশাদার প্রতারক বলে জানান ওসি।

এজাহারে বাদী ওয়ালী আশরাফ খান উল্লেখ করেন, ‘গত ফেব্রুয়ারিতে চম্পক বড়ুয়া নামের এক ব্যক্তি আমার অফিসে এসে একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হিসেবে নিজের পরিচয় দেন। কয়েকবার আসা-যাওয়ার পর তাঁর সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়। এর মধ্যে এক দিন এসে তিনি ও তাঁর টিম অভিযানে যাচ্ছেন এবং এ জন্য কিছু খরচ দরকার বলে আমার থেকে টাকা নেন। অবশ্য টাকাগুলো সংস্থা থেকে অফিশিয়ালি পরিশোধের প্রতিশ্রুতি দেন। আরেকবার স্ত্রী চিকিৎসার কথা বলে টাকা নেন। এভাবে তাঁর কাছ থেকে মোট ৯০ হাজার টাকা নেন।

ওয়ালী আশরাফ আরও উল্লেখ করেন, ‘রমজানের শুরু থেকে প্রতিদিন ইফতারের আগে আমাদের প্রতিষ্ঠানে এসে বসে থাকেন। আমরা অফিসের স্টাফ, রোগীসহ দর্শনার্থীদের মধ্যে যাঁরা উপস্থিত থাকেন, তাঁদের ইফতারের প্যাকেট দিয়ে থাকি। চম্পকও প্রতিদিন এখানে ইফতার করেন। এর মধ্যে এক দিন এক রোগীর স্বজন তাঁকে চিনতে পেরে আমাদের একজন স্টাফকে সতর্ক করেন। এরপর আমি গোয়েন্দা সংস্থার অফিসে যোগাযোগ করে জানতে পারি, এই ব্যক্তি একজন প্রতারক। অন্য দিনের মতো রোববারও ওই ব্যক্তি ইফতারে এলে তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু