হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ইঞ্জিনের পেছনে কর্ণফুলী এক্সপ্রেসের ধাক্কা, আহত অর্ধশতাধিক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস যাওয়ার পথে একই লাইনে থাকা খালি ইঞ্জিনকে পেছন থেকে থাক্কা দিয়েছে। এতে কর্ণফুলী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্রেনের বগির উদ্ধার কাজ চলমান রয়েছে। অন্যদিকে বিকল্পপথে এই রুটের ট্রেন চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফৌজদারহাট রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

এছাড়া ইঞ্জিনের চালক ও তাঁর সহকারীসহ কর্ণফুলী এক্সপ্রেসের চালক আহত হয়েছেন। দুর্ঘটনা পরবর্তীতে আহত দুই চালক ও সহকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ। 

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশের পাশাপাশি রেলওয়ের উদ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও লাইনচ্যুত হওয়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের বগিটি সরিয়ে নিতে ঘটনাস্থলে কাজ শুরু করেন রেলওয়ের উদ্ধার কর্মীরা। 

ট্রেনের একাধিক যাত্রী জানান, ইঞ্জিনের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বিকট শব্দের সৃষ্টি হয়। এতে পুরো ট্রেন কেঁপে ওঠে। এ সময় তাঁরা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সংঘর্ষ পরবর্তী ট্রেনটি থেমে গেলে তাঁরা সবাই হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। এ সময় পুরো ট্রেন কেঁপে উঠার কারণে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছেন অর্ধশতাধিক ট্রেন যাত্রী। 

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি খুব দ্রুত গতিতে চলছিল, অন্যদিকে একই লাইনে ফৌজদারহাট থেকে পাহাড়তলীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইঞ্জিনের গতি একেবারেই ধীর ছিল। যার কারণে ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে গেছে। ট্রেন চালকের পাশাপাশি আহত হয়েছে খালি ইঞ্জিনের চালক ও তাঁর সহকারী। এছাড়া ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। 

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রামমুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন বিকল্প পথে ট্রেন চলাচল করছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি ও ইঞ্জিনটি সরিয়ে নিতে কাজ করছেন রেলওয়ের উদ্ধার কর্মীরা। 

এছাড়া দুর্ঘটনায় আহত চালক ও চালকের সহকারীসহ আহত ট্রেন যাত্রীদের উদ্ধার করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা