হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকার সমাবেশে না গেলে হল ছাড়: চবি ছাত্রলীগ নেতার অডিও বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকায় অনুষ্ঠেয় ছাত্রলীগের সমাবেশে না গেলে নেতা-কর্মীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াছ। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে এসংক্রান্ত একটি অডিওটি বার্তা ফেসবুকে ভাইরাল হয়। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি অডিও বার্তাটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক আলাওল এবং এ এফ রহমান হলে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে পাঠান বলে জানা যায়। 

অডিও বার্তায় মোহাম্মদ ইলিয়াসকে বলতে শোনা যায়, ‘শুক্রবার, শনিবার দুই দিনই বন্ধ (সাপ্তাহিক ছুটি)। যদি কারও পরীক্ষা থেকে থাকে, তাহলে সেটা রোববার হবে। আমরা আমাদের সময়ে পরীক্ষা না দিয়ে সংগঠনের দায়িত্ব পালন করেছি। তোমরা দীর্ঘদিন ধরে হলে থাকছ, তোমাদের থেকে কোনো ভাড়া নেওয়া হয় না। তোমাদের ফরম ফিলাপের জন্য টাকা না থাকলে সেটাও আমি দিই। আমরা আগামীকাল (বৃহস্পতিবার) রাতে রওনা দেব। আবার শুক্রবার রাতেই ফিরব। শনিবার পড়ালেখা করে তোমরা রোববার পরীক্ষা দিতে যাবা।’

মোহাম্মদ ইলিয়াছ আরও বলেন, ‘যারা এ এফ রহমান ও আলাওল হলে আছো, সবার জন্য বাধ্যতামূলক। তোমাদের অবশ্যই ঢাকা যেতে হবে। ঢাকা যাওয়ার, থাকা-খাওয়ার ব্যবস্থা আমি করব। তাই বিষয়টা খুব বেশি জরুরি। আর যারা যাবে না, তারা নিজ দায়িত্বে হল ছেড়ে বাইরে চলে যাও।’

অডিও বার্তার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ ইলিয়াছ আজকের পত্রিকাকে বলেন, ‘এই নির্দেশনা সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। এই নির্দেশনা আমাদের সংগঠনের যারা আদর্শিক কর্মী আছে, তাদের জন্য। আদর্শিক কর্মীদের দায়িত্ব হলো সমাবেশে উপস্থিত হওয়া।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত