হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাসায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া ছয় ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি বাসা থেকে দেশি অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরের বায়েজিদ থানার কুলগাঁও খলিল শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড় এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার নগরীর দামপাড়ায় সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। এ সময় জানানো হয়, গ্রেপ্তারকৃতরা তিনটি হত্যা মামলার আসামি এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী।

পুলিশ জানায়, খলিল শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড়ে মো. ইউসুফ নামের এক ব্যক্তির ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), আজিম উদ্দিন (২৩), রিফাদ (১৯) ও মো. জুয়েল (২০)।

সংবাদ সম্মেলনে সিএমপি মুখপাত্র ও অপরাধ-অভিযান বিভাগের উপকমিশনার মো. রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন জায়গায় পথচারীদের মারধর করে মোবাইল ফোন, টাকাপয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিলেন। সন্ত্রাসী ছোট সাজ্জাদের নেতৃত্বে তাঁরা এসব অপরাধ করে আসছেন। ঘটনার সময় গ্রেপ্তার আসিফের নেতৃত্বে তাঁরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদ ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। তাঁদের বিরুদ্ধে এর আগেও চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

অভিযানে আসামিদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র, তিনটি হাঁসুয়া, ছয়টি কিরিচ, দুটি চায়নিজ কুড়াল, দুটি কাটার, একটি ড্রিল মেশিন, একটি ইলেকট্রিক শট, একটি মনিটর, আটটি এটিএম কার্ডসহ একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে রইছ উদ্দিন বলেন, গত ২৩ জানুয়ারি থেকে অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। চোর-ছিনতাইকারী ধরতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি।

গত পাঁচ দিনে মোট ১৩১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি এবং বিভিন্ন জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু মাদক কারবারিকে গ্রেপ্তার এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

গণ-অভ্যুত্থানের পর অপরাধ জগতে আলোচনায় আসেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। কথায় কথায় গুলি ছোড়ার স্বভাব তাঁর। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত তিন মাসের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ড সংঘটন ও ১০ মামলার আসামি সাজ্জাদ চট্টগ্রাম নগরীতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু