হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্র, মাদক ও ডাকাতি মামলার আসামি মো. মানিককে (৪৮) গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের তুলাতলি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, মানিকের অত্যাচারে অতিষ্ঠ করেরহাটের এলাকাবাসী। তিনি ডাকাতি, মাদক ব্যবসা, ভূমি দখলসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তিনি জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে খবর আসে সন্ত্রাসী মানিক ইসলাম ভবানি তুলাতলি এলাকায় সঙ্গীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এমন খবরে উপপরিদর্শক (এসআই) শরীফুজ্জামান, জাফর, সুবল সিংহসহ জোরারগঞ্জ থানা-পুলিশের একটি দল নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় অস্ত্রসহ মানিককে গ্রেপ্তার করা গেলেও তাঁর সঙ্গীরা পালিয়ে যায়। সন্ত্রাসী মানিক করেরহাট ইউনিয়নের ভদ্ধভবানী এলাকার রুস্তম আলীর ছেলে। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, মানিক এর আগে পুলিশ ও র‍্যাবের হাতে একাধিকবার গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে এসে এলাকায় পুনরায় অপকর্মে লিপ্ত হয়েছেন। তারপরও মানিকের গ্রেপ্তারের খবরে করেরহাট এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত