হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোটাবৈষম্য নিরসন ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে গণপদযাত্রা

চবি সংবাদদাতা

কোটা পদ্ধতির সংস্কার করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজ এবং চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

আজ রোববার সকাল সাড়ে ৯টার শাটল ট্রেনে ক্যাম্পাস থেকে ১৬ কিলোমিটার দূরে নগরীর ষোলোশহর স্টেশনে আসেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বেলা ১১টার দিকে গণপদযাত্রা শুরু করেন। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত গণপদযাত্রাটি ষোলোশহর স্টেশন থেকে ২ নম্বর গেট, জিইসি, লালখান বাজার, লাভ লেন হয়ে প্রায় পাঁচ কিলোমিটার অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে। সেখানে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেবেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির সহসমন্বয়ক মশিউর রহমান বলেন, ‘কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছি। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। এক এক করে নতুন কর্মসূচি পালন করব।’ 

এ সময় শিক্ষার্থীদের হাতে কোটাবিরোধী বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে। ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের