হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোটাবৈষম্য নিরসন ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে গণপদযাত্রা

চবি সংবাদদাতা

কোটা পদ্ধতির সংস্কার করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজ এবং চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

আজ রোববার সকাল সাড়ে ৯টার শাটল ট্রেনে ক্যাম্পাস থেকে ১৬ কিলোমিটার দূরে নগরীর ষোলোশহর স্টেশনে আসেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বেলা ১১টার দিকে গণপদযাত্রা শুরু করেন। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত গণপদযাত্রাটি ষোলোশহর স্টেশন থেকে ২ নম্বর গেট, জিইসি, লালখান বাজার, লাভ লেন হয়ে প্রায় পাঁচ কিলোমিটার অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে। সেখানে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেবেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির সহসমন্বয়ক মশিউর রহমান বলেন, ‘কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছি। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। এক এক করে নতুন কর্মসূচি পালন করব।’ 

এ সময় শিক্ষার্থীদের হাতে কোটাবিরোধী বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে। ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১