হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ পার্কিং, পাঁচটি বাস জব্দ

 কুমিল্লা প্রতিনিধি 

জব্দ করা পাঁচটি বাস। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানো-নামানোর অভিযোগে পাঁচটি বাস জব্দ করেছে সেনাবাহিনী। আজ শনিবার দুপুরে দাউদকান্দি আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি বাস দাঁড়িয়ে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর একটি দল ‘পাপিয়া’, ‘একতা’, ‘রূপালী’, ‘তিশা’ ও ‘লাব্বাইক’ পরিবহনের পাঁচটি বাস জব্দ করে। পরবর্তী সময়ে কাগজপত্র যাচাই-বাছাইয়ে দেখা যায়, জব্দকৃত প্রতিটি বাসই সড়কে চলাচলের অনুপযোগী। বাসগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহাসড়কের গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় জনসাধারণের ভোগান্তি কমাতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, যৌথ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় পাঁচটি বাস জব্দ করা হয়। পরে নিয়মিত মামলা করা হয়।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল