হোম > সারা দেশ > কক্সবাজার

২০ হাজার ইয়াবাসহ এপিবিএনের উপপরিদর্শক ও তাঁর স্ত্রী আটক

কক্সবাজার প্রতিনিধি

ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাওয়ার পথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) উপপরিদর্শক রেজাউল করিমকে স্ত্রীসহ আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে। এ সময় তাঁর লাগেজ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ওই লাগেজে পুলিশের একটি ওয়াকিটকিও পাওয়া যায়।

গতকাল রাত ১০টার দিকে কলাতলী গ্রিন লাইন পরিবহনের কাউন্টার থেকে তাঁদের আটকের কথা জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।

আটক রেজাউল করিম ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। তিনি টেকনাফ রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২৫ নম্বর ক্যাম্পের আলীখালী এপিবিএন ফাঁড়িতে কর্মরত রয়েছেন। তাঁর স্ত্রী মলি পাশা (৪৪) টেকনাফেবেড়াতে এসেছিলেন। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ সদরে।

অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের উপপরিদর্শক তন্তু মনি চাকমা আজকের পত্রিকাকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের অনুসরণ করে গ্রিনলাইন বাসে করে ঢাকায় যাওয়ার পথে আটক করা হয়। তাঁদের লাগেজ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আটক রেজাউল করিম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি ১৬ এপিবিএনের আলীখালী ক্যাম্পে উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন। পরিচয় যাচাই-বাছাই করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 

আটক রেজাউল করিম ১৬ এপিবিএনে কর্মরত বলে ওই ব্যাটালিয়নের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আটকের সময় এসআই রেজাউল করিম এই প্রতিবেদকের কাছে জব্দ করা ইয়াবা তাঁর বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইয়াবাগুলো টেকনাফের স্থানীয় একজনের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। এক চাচাকে দেওয়ার কথা ছিল। এতে আমার স্ত্রী ন্যূনতমও জড়িত নয়।’ 

রেজাউল সিলেট থেকে সাত মাস আগে বদলি হয়ে ১৬ এপিবিএনে যোগদান করেছেন বলে জানান। আগে আরও ইয়াবার চালান পাচার করেছেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এবারই প্রথম চালান নিয়ে যাচ্ছিলাম।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির